বাতিল হওয়া সিবিএসই, আইএসসি-র পরীক্ষার মূল্যায়ন কোন পথে? জানতে চাইল সুপ্রিম কোর্ট

0
1

করোনার কারণে বাতিল করতে হয়েছে সিবিএসই দ্বাদশ এবং আইএসসি-র পরীক্ষা। বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কোন পথে পড়ুয়াদের মূল্যায়ন হবে তাও জানাতে হবে বলে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই এই প্রশ্ন তোলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২ সপ্তাহ পর।

আগেই দশমের পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছিল দুই বোর্ড। তারপর দ্বাদশের পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়। গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র। মে থেকে শুরু হয়ে ১৪ জুন শেষ হওয়ার কথা ছিল সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা। ১৬ এপ্রিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। জুনের প্রথম সপ্তাহে দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে বলা হলেও পরীক্ষা বাতিল হয়ে যায়।

পরীক্ষা বাতিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে প্রথমে আইনজীবী মমতা শর্মা এবং পরে অভিভাবকরাও একাংশ আবেদন করেন। সেই মামলার শুনানি প্রথমে ২৮ মে এবং পরে ৩১ মে পিছিয়ে যায়। সোমবার শুনানির সময় কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও ২ দিন সময় চেয়ে নেন। এর পরই কেন্দ্রের তরফে পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন জানায়, মূল্যায়নের বিষয়টি দ্রুত ঘোষণা করা হবে।

Advt