করোনায় মৃত কর্মীর পরিবারকে ৫ বছর পর্যন্ত বেতন দেবে মুকেশের সংস্থা

0
3

দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি(covid situation) ঘুম ছুটিয়ে দিয়েছেন সাধারণ মানুষের। চারিদিকে শুধু স্বজন হারানোর কান্না। কঠিন এই সময়ে এবার বড় পদক্ষেপ নিতে দেখা গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে(Reliance industries limited)। রিলায়েন্স তরফে জানানো হয়েছে করোনার ফলে সংস্থার কোন কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে আগামী পাঁচ বছরের বেতন দেবে রিলায়েন্স। শুধু তাই নয় নেতাকর্মীর সন্তানদের পড়াশুনার যাবতীয় খরচ বহন করবে সংস্থা।

সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নিতা আম্বানি জানান, দেশে করোনা পরিস্থিতি আমাদের জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। এই অবস্থায় আমাদের সংস্থার অনেকেই কঠিন সমস্যায় জর্জরিত। ফলস্বরূপ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ‘রিলায়েন্স ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার স্কিম’-এর মাধ্যমে আমাদের সংসার অসুস্থ ও মৃত কর্মচারীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেলেন অ‍্যাশলে বার্টি

এলিন রিলায়েন্সের এই প্রকল্পের মাধ্যমে কী কী সাহায্য মিলবে তার বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়েছে, করোনায় মৃত কর্মীদের পরিবার আগামী পাঁচ বছর বেতন পাবে। অসুস্থদের পরিবার ১০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পাবে। মৃত কর্মীদের সন্তানের গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনার পুরো খরচ বহন করবে সংস্থা। এই সন্তানদের দেশের যে কোনও প্রতিষ্ঠানে পড়ানো, ছাত্রাবাস ও স্নাতক স্তর পর্যন্ত বইপত্রের ১০০ শতাংশ খরচ বহন করে কোম্পানি। সন্তানদের গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত স্বামী বা স্ত্রী, বাবা-মা এবং সন্তাদনদেরও হাসপাতালে ভর্তি বাবদ প্রিমিয়ামের ১০০ শতাংশই দেবে কোম্পানি। এছাড়া কোনও কর্মচারী করোনায় আক্রান্ত হলে বা তাঁর পরিবারের কেউ সংক্রমিত হলে, তিনি শারীরিক এবং মানসিক দিক দিয়ে পুরোপুরি ঠিক হওয়ার আগে পর্যন্ত কোভিড-১৯ লিভ নিতে পারেন।

Advt