করোনা সংক্রমণ রুখতে ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়েছে রাজ্য সরকার। তবে, জনস্বার্থে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, ২৯ টি বণিকসভার সঙ্গে বৈঠকে নির্দিষ্ট সময়ের জন্য কোভিড বিধি মেনে রেস্তোরাঁ (Restaurant) খোলার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী। ১৫ তারিখের পর থেকে ২৫ শতাংশ লোক নিয়ে শপিংমল (Shopping Mall) খোলারও অনুমতি দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কর্মীদের টিকা দিয়ে রেস্তোরাঁ খোলা যেতে পারে।
বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা যেতে পারে। কোভিড বিধি মেনে ৫০% কর্মী নিয়ে রেস্তোরাঁ চালানো যেতে পারে।
একইসঙ্গে ১৫ জুনের পর থেকে ২৫ শতাংশ লোক নিয়ে শপিংমল খোলার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কার্ফু- লকডাউন করিনি, কিছু বাধা নিষেধ করেছি, মানুষ সহযোগিতা করছেন”।
আরও পড়ুন:সুনীল-শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে ফোন সুদীপের











































































































































