ফেঞ্চ ওপেনে( French Open) বড় ধাক্কা। চোটের জন্য ফ্রেঞ্চ ওপেন থেকে নাম তুলে নিলেন অ্যাশলে বার্টি( Ashleigh Barty)। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে খেলতে মাঝপথে কোর্ট ছেড়ে বেরিয়ে যান তিনি।

এদিন দ্বিতীয় রাউন্ডে পোলান্ডের মাগদা লিনেটের মুখোমুখি হয়েছিলেন অ্যাশলে। প্রথম সেটে ১-৬ গেমে হারার পরই চিকিৎসার জন্য উঠে যান অ্যাশলে। এরপর ফিরে এলেও দ্বিতীয় সেটে চতুর্থ গেমের পর আর খেলতে পারেননি তিনি।
বার্টি নাম তুলে নেওয়ায় এবার ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের সিঙ্গলসে প্রথম তিনজনই থাকলেন না। এর আগে সংবাদমাধ্যমকে বয়কট করে নাম তুলে নিয়েছিলেন বিশ্বের দুই নম্বর নেয়োমি ওসাকা।
আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইলিয়ামসনকে নিয়ে পরিকল্পনা শুরু সিরাজের











































































































































