কেন্দ্রের শো-কজের জবাবে চারপাতার চিঠি আলাপনের

0
1

কেন্দ্রের শো-কজের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। তিনি লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বৈঠকে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করে তাঁর নির্দেশেই বেরিয়ে চলে আসেন। বৈঠকে না থাকার কথা যে কেন্দ্রের তরফে বলা হচ্ছে তা সঠিক নয়।

ইয়াস বিপর্যয় নিয়ে আলোচনার জন্য কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে না থাকার থাকার অভিযোগে শো-কজ করা হয় প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। বিপর্যয় মোকাবিলা আইন ভাঙার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।  বৃহস্পতিবারের মধ্যে দিল্লি গিয়ে তাঁকে জবাব দিতে বলা হয়। তবে কলকাতায় থেকেই স্বরাষ্ট্রমন্ত্রকের শো-কজের জবাব চার পাতার চিঠিতে দিলেন আলাপন। কেন্দ্রীয় আন্ডার সেক্রেটারি এ কে সিংহকে চিঠিতে তিনি লেখেন,
“মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আলোচনার পরে রিপোর্ট দিয়ে অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই বেরিয়ে আসি।’ একই কারণ দেখিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও (Harikrisna Dwibedi)।

৩১ মে ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের দিন। রাজ্যের সুপারিশেই তাঁর তিন মাস চাকরির মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র। কিন্তু কলাইকুন্ডা বৈঠকের দিন সন্ধেয় তাঁকে দিল্লিতে গিয়ে নর্থ ব্লকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দিল্লি না গিয়ে পূর্ব নির্ধারিত দিনই অবসর নেন আলাপন। সেদিনই তাঁকে নিজের মুখ্য উপদেষ্টা হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই সেই পদে যোগ দিয়েছেন আলাপন।

Advt