করোনার কারণে ঘরে ফিরতে পারেনি স্বামী, অভিমানে আত্মহত্যা তরুণীর

0
1

করোনার কারণে কত মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। তা বলে এমন ঘটনা খুব কমই শোনা গিয়েছে। করোনার কারণে ভিন রাজ্যে আটকে পড়েছিলেন স্বামী। দীর্ঘ কয়েক মাস ঘরে ফিরতে পারেননি। তা নিয়ে মনোমালিন্যের জেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসলেন বছর আঠেরোর এক তরুণী। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত কুলতলির চুপড়িঝাড়া গ্রামের বাসিন্দা পুজা হালদার। বছর দুয়েক আগে সুদাম হালদার নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরই কাজের জন্য তামিলনাড়ু চলে যেতে হয় সুদামকে।

তামিলনাড়ু চলে গেলেও মাঝেমধ্যেই বাড়ি আসতেন সুদাম। কিন্তু করোনার কারণে প্রায় সব জায়গায়তেই বিধিনিষেধ চলছে। সে কারণে তামিলনাড়ু থেকে আসতে পারেননি সুদাম।  টিকিট  কেটেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শেষ বার আসা হয়নি বাড়ি। সব মিলিয়ে প্রায় ৯ মাস তিনি বাইরে। বিষয়টি নিয়ে প্রায়ই মন খারাপ করতেন পুজা।

বুধবার দুপুরেও  সুদাম-পুজা ফোনে কথা হয়। তখন সুদামকে বাড়ির ফিরতে বলেন পুজা। কিন্তু সুদাম জানিয়ে দেন, ট্রেন চালু না হলে ফিরতে পারবেন না। এরপরই আত্মহত্যার  সিদ্ধান্ত ।  রাগে অভিমানে পুজা আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে।

Advt