সরকার, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিদের পাশাপাশি অনেক ক্লাব সংগঠনও করোনা মহামারি আবহ ও বিধি-নিষেধের মধ্যে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে।
সেইরকমই বনহুগলী যুবক সঙ্ঘ। এই ক্লাবের পরিচালনায় গত ১৫ মে থেকে বিনামূল্যে “দুয়ারে অক্সিজেন” পরিষেবা চলছে। ২৩ মে থেকে ২০০ জন দুঃস্থ মানুষকে রান্না করা খাবার প্রদান করা হচ্ছে সঙ্ঘের “কমিউনিটি কিচেন” থেকে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বিধি-নিষেধ যতদিন চলবে ততদিনই এই কমিউনিটি কিচেনও চলবে।

একইভাবে ৩০ মে থেকে শুরু হওয়া রক্তদান শিবির ধারাবাহিক ভাবে চলবে জুন মাসের প্রতি রবিবার। যার ট্যাগ লাইন “বন্ধ সময়ে জীবনের গান-প্রতি রবিবার রক্তদান”।প্রথম দিন শিবিরে ৪২২ জন রক্তদাতা রক্তদান করেছে। গতবছরও লকডাউনের মধ্যে চারটি রবিবার রক্তদান শিবিরে ১৪৮২ জন দাতা রক্ত দিয়েছিলেন। এবার সেই সংখ্যা ছাপিয়ে যাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

রক্তদান শিবির উদ্বোধন করেছেন বিধানসভার উপ-মুখ্যসচেতক তথা বরাহনগরের বিধায়ক শ্রী তাপস রায়। সঙ্ঘের সম্পাদক শঙ্কর রাউত এই কঠিন সময়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পেরে তাঁরা গর্বিত বলে জানিয়েছেন।

আরও পড়ুন- রাজ্যে এল কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের ৭ লক্ষের বেশি ডোজ






























































































































