করোনা যুদ্ধে এবার এগিয়ে এলেন যুবরাজ সিং, ১০০০ বেডের ব‍্যবস্থা করলেন তিনি

0
2

করোনা( corona) যুদ্ধে এবার এগিয়ে এলেন যুবরাজ সিং( Yuvraj singh)। ১০০০ বেডের ব‍্যবস্থা করলেন তিনি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। এই লড়াইয়ে এগিয়ে এসেছেন অনেক ক্রিকেটারই। অক্সিজেনের সঙ্কট মেটাতে এগিয়ে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। বাদ যাননি বিদেশি ক্রিকেটাররাও। প‍্যাট ক‍্যামিন্স, ব্রেট লিরা অক্সিজেনের সঙ্কট মেটাতে অনুদান দিয়েছেন।

দেশে পায় করোনার আক্রান্ত লাখেরও বেশি। এই অবস্থায় হাসপাতালে বেড পেতে নাজেহাল মানুষের জীবন। এই কঠিন অবস্থাকে কাটাতে নিজের ফাউন্ডেশনের ইউউই ক‍্যানের মাধ্যমে সাহায‍্যের হাত বাড়ালেন যুবরাজ।

এদিন নিজের টুইটারে যুবি লেখেন,” করোনার দ্বিতীয় ঢেউ আমাদের জন‍্য অসহায়জনক। অসংখ্য মানুষের প্রান হারিয়েছে, এবং  হাজারও প্রবল অস্বস্তিতে ভুগছে। মিশন ১০০০ বেড একটি প্রচেষ্টা যাতে হাসপাতালে গুরুত্বপূর্ণ চিকিৎসায় সাহায্য করা যায়। আমাদের এই লড়াইয়ে যোগ দিন, যাতে আমরা অমূল‍্য এই জীবনগুলি বাঁচাতে পারি।”

আরও পড়ুন:ফিরছে চ‍্যাম্পিয়ন্স ট্রফি, ঘোষণা আইসিসির

Advt