ফিরছে চ‍্যাম্পিয়ন্স ট্রফি, ঘোষণা আইসিসির

0
1

আবারও ফিরছে চ‍্যাম্পিয়ন্স ট্রফি( champions trophy)। সোমবার  আইসিসির( icc) বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭ সালে শেষবার আয়োজিত হয়েছিল চ‍্যাম্পিয়ন্স ট্রফি। সেবার এই টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

২০২৫ ও ২০২৯ সালে ফিরছে চ‍্যাম্পিয়ন্স ট্রফি। শুধু চ‍্যাম্পিয়ন্স ট্রফি নয়, আইসিসির ওই বৈঠকে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে পুরুষদের টি-২০ বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপে দলের সংখ‍্যা বাড়ানো হয়েছে। ঠিক হয় যে  আগামী ২০২৭ ও ২০৩১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ১৪ দলের আয়োজিত হবে, যেখানে ম‍্যাচের সংখ‍্যা থাকছে ৫৪। ২০২৪, ২০২৬, ২০২৮, ও ২০৩০ টি-২০ বিশ্বকাপ হবে ২০ দেশের, যেখানে মোট ম‍্যাচের সংখ‍্যা থাকবে ৫৫।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে পন্থে ভরসা অশ্বিনের

Advt