৪৫ বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে টিকার ঘোষণা করেছে ভারত সরকার(Indian government)। তবে কেন্দ্রের এই নিয়ম খাটছে না ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য। টাকা দিয়েই তাদের টিকা নিতে হচ্ছে। এহেন নীতি নিয়ে প্রশ্ন তুলে বুধবার শীর্ষ আদালতে কেন্দ্রকে(Central) তীব্র ভর্ৎসনা করল শীর্ষ আদালত(Supreme Court)। জানিয়ে দেওয়া হল কেন্দ্রের টিকাকরণ নীতি ‘অযৌক্তিক’ এবং ‘খামখেয়ালী’।
করোনা পরিস্থিতি লাগাম টানতে টিকাকরণের উপরেই জোর দিয়েছে ভারত সরকার। জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সকলে টিকা পেয়ে যাবেন। যদিও কেন্দ্রের এই ঘোষণা নিয়ে সংশয় প্রকাশ করেছে সব মহল। সম্প্রতি এ প্রসঙ্গেই এক মামলায় টিকাকরণ নীতিতে বিস্তর গলদ রয়েছে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি এদিন কেন্দ্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত টিকাকরণের একটি সুস্পষ্ট রোডম্যাপের রেকর্ড রাখতে হবে কেন্দ্রকে।
আরও পড়ুন:কৃষ্ণনগরে ‘মা’ ক্যান্টিনের উদ্বোধন করলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
এর পাশাপাশি অর্থের বিনিময় ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ প্রসঙ্গে কেন্দ্রকে রীতিমতো ভর্ৎসনা করে আদালত জানায়, ‘বৈজ্ঞানিক ভিত্তিতে বিভিন্ন বয়সের মধ্যে অগ্রাধিকার ধরে রাখা যেতে পারে। কিন্তু আগের দু’টি পর্যায়ে বিনামূল্যে টিকা দেওয়ার পর ১৮-৪৪ বছর বয়সিদের জন্য টাকার বিনিময়ে টিকা দেওয়ার নীতি অযৌক্তিক ও খামখেয়ালী।’ শুধু তাই নয় আদালতের তরফে আরো জানানো হয়, ‘কোনও নীতিতে যদি নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়, তা হলে আদালত নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না।’













































































































































