ফের গোপন তথ্য ফাঁস! যোগীর সমর্থনে ট্যুইট করলেই মিলবে ২ টাকা

0
1

ফের যোগী আদিত্যনাথের গোপন তথ্য ফাঁস। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের হয়ে ট্যুইট করলেই মিলবে ২ টাকা! এবার এমনই এক বিতর্কিত অডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। লোকের হাতে হাতে ছড়িয়ে পড়েছে এই অডিও। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। ইতিমধ্যেই যোগীর প্রচারের দায়িত্বে থাকা সংস্থাটি তাঁদের আইটি সেলের শীর্ষ পদে থাকা ব্যক্তিকে বরখাস্ত করেছে।

অডিওতে স্পষ্ট শোনা গিয়েছে দুই ব্যক্তির কথোপকথন। তাঁরা নিজেরা বলেছেন যোগী আদিত্যনাথের সমর্থনে টুইট করলেই পাওয়া যাবে ২ টাকা। অভিযোগ উঠেছে, যোগীর প্রচারের দায়িত্বে থাকা টিমের সদস্যরাই এই কথা বলছিলেন। প্রাক্তন আইএএস সূর্যপ্রতাপ সিং এই অডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে এখনও পর্যন্ত এই অডিও ক্লিপ নিয়ে প্রচার সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি। আইটি সেলের শীর্ষ পদে থাকা মনমোহন সিংকে বরখাস্ত করেছে।

আরও পড়ুন-সরকারি কর্মীরা করোনা টিকা না নিলে মিলবে না বেতন, যোগীরাজ্যে কড়া নির্দেশ

কিন্তু জল্পনা উস্কেছে মনমোহন সিং। বরখাস্ত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,”হাজার জবাবের চেয়ে নীরবতা ভালো। যা অনেক প্রশ্নকে চাপা দিয়ে দেবে”। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিজেপির মুখপাত্র মণীশ শুক্লা বলেছেন, এই বিষয়টি সম্পূর্ণ একটি বেসরকারি সংস্থার অভ্যন্তরীণ ব্যাপার। এতে বিজেপি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোনও যোগ নেই”।

Advt