সরকারি কর্মীরা করোনা টিকা না নিলে মিলবে না বেতন, যোগীরাজ্যে কড়া নির্দেশ

0
1

টিকা নিতে না চেয়ে নদীতে ঝাঁপ দিচ্ছেন গ্রামবাসীরা, আক্রমণ করা হচ্ছে স্বাস্থ্য কর্মীদের(health worker) উপর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ছবি ভাইরাল হয়েছে উত্তর প্রদেশ(Uttar Pradesh) থেকে। শুধু সাধারণ মানুষ নয় টিকা নিলে মৃত্যু হবে এমন গুজবে পা দিয়ে ভ্যাকসিন(vaccine) নিতে নারাজ বহু সরকারি কর্মী। এমন পরিস্থিতিতে কড়া নির্দেশ দেওয়া হলো উত্তর প্রদেশের ফিরোজাবাদের সরকারি কর্মীদের। স্পষ্টভাবে জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল ভ্যাকসিন না নিলে বেতন দেওয়া হবে না এই জেলার সরকারি কর্মচারীদের। স্বাভাবিকভাবেই এমন নির্দেশিকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বুধবার ফিরোজাবাদের চিপ ডেভলপমেন্ট অফিসার চর্চিত গৌর জানিয়েছেন, এমন নির্দেশ জারি করা হয়েছে জেলাশাসক চন্দ্র বিজয় সিংয়ের তরফে। চর্চিত গৌর বলেন, ‘জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন না নিলে মে মাসের বেতন সেই কর্মীকে দেওয়া হবে না।’ জেলা ট্রেজারি দফতর ও অন্যান্য দফতরকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তালিকা তৈরি করতে বলা হয়েছে কোন কোন সরকারি কর্মী করোনা টিকা নেননি। উল্লেখ্য, দিন কয়েক আগে উত্তরপ্রদেশের ইতাওয়াহতে নির্দেশিকা জারি করা হয় মদ কেনার জন্য বাধ্যতামূলক ভাবে নিতে হবে টিকা। এমনকি টিকা না নিলে মদ মিলবে না এমন একটি নির্দেশিকা টাঙিয়ে দেওয়া হয় মদের দোকান গুলির সামনে।

আরও পড়ুন:বিদেশি ভ্যাকসিন ছাড়পত্রের জন্য ট্রায়ালের প্রয়োজন নেই ভারতে, সিদ্ধান্ত DCGI-এর

প্রসঙ্গত, আগামী জুন মাসের মধ্যে উত্তরপ্রদেশে ১ কোটি মানুষকে টিকাকরনের টার্গেট নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে টিকা নিতে নারাজ সাধারণ মানুষকে টিকার জন্য উৎসাহী করতে নানান পন্থা অবলম্বন করছে স্থানীয় প্রশাসন। সেই লক্ষ্যেই এবার মদের দোকানে প্লাকার্ড টাঙ্গানোর পাশাপাশি সরকারি নির্দেশিকা জারি হল টিকা না নিলে মিলবে না বেতন।

Advt