এবার কৃষ্ণনগরে (Krishnanagar, Nadia)চালু হল ‘ মা’ ক্যান্টিন(inauguration of Maa canteen)। উদ্বোধন করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (minister ujjal Biswas)। নিজের হাতে এদিন তিনি সকলকে খাবার পরিবেশন করলেন। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief minister Mamata Banerjee) নির্দেশে যুব কংগ্রেসের সহযোগিতায় রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে মা ক্যান্টিন চালু করার কথা ঘোষণা করেছিলেন। যেখানে শুধুমাত্র ৫ টাকায় মিলবে খাবার।কোনওদিন মেনুতে থাকবে মাছ-ভাত। কোনও দিন ডিম ভাত। আবার কোনওদিন মাংস ভাত। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন কাজ হারিয়ে নিম্নবিত্ত পরিবারের মানুষজন সর্বস্বান্ত। তারা যাতে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে মূলত সেই উদ্দেশ্য নিয়েই শুরু হয় এই মা ক্যান্টিন। নদিয়ার কৃষ্ণনগরে মা ক্যান্টিন এর উদ্বোধন করতে এসে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সাহায্যার্থে এই পদক্ষেপ। আগামী দিনে আমরা যাতে আরো অসহায় ও আতুর মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি, সেই প্রক্রিয়া চলছে।