ভারত সরকারের সিকিউরিটি এজেন্সি অর্থাৎ প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত কোনও কর্মী- অফিসারদের সংশ্লিষ্ট সংস্থার প্রধানের অনুমতি ছাড়া নিজের কর্মজীবনের বিষয়ে কোনও বই প্রকাশ করতে পারবেন না। নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।
সোমবার ‘মিনিস্ট্রি অফ পার্সোনেল, পাবলিক গ্রিভানসেস অ্যান্ড পেনশনস’এর তরফে একটি নির্দেশিকা জারি করে। তাতে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মী-আধিকারিকরা নিজের কর্মসূত্রে পাওয়া এমন কোনও তথ্য বা খবর প্রকাশ করতে পারবেন না যে কারণে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বিপদের মুখে পড়ে। এই কথার অমান্য করলে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন-করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গেছে ৫৯৪ জন চিকিৎসকের, তথ্য পেশ করল আইএমএ
প্রসঙ্গত, ২০১২ সালে লাদেন হত্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করে নেভি সিল ম্যাথ্যু স্কট বিসোনেট ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল। এর কারণে তাঁকে শাস্তির মুখেও পড়তে হয়। তবে আমেরিকার প্রশাসনের হাতে বই বিক্রির সমস্ত টাকা প্রায় ৭ মিলিয়ন আমেরিকান ডলার জমা দিয়ে শাস্তির হাত থেকে রক্ষা পান ম্যাথ্যু। বিশ্লেষকদের মতে, সিকিউরিটি এজেন্সি-র মতো জায়গায় কাজ করার সময় অনেক গোপন খবর কর্মী-অফিসারদের কাছে থাকে। খবরগুলি সামনে চলে এলে দেশের ক্ষতি হতে পারে। ফলে দেশের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










































































































































