লকডাউনের মধ্যেই বাস মালিকদের কড়া হুঁশিয়ারি। তাদের স্পষ্ট কথা, ভাড়া না বাড়লে তাদের পক্ষে সম্ভব নয় রাস্তায় বাস নামানো।

কেন ভাড়া বাড়াতে মরিয়া বাস মালিকরা? তাঁরা বলছেন, ডিজেলের দাম যেভাবে ৯০-এর ঘর ছুঁয়েছে, তাতে বাস ভাড়া বাড়ানোটা বাধ্যতামূলক। নইলে ক্ষতি স্বীকার করে আর বাস নামানো যাবে না। কোভিড পরিস্থিতি এমনিতেই কোমর ভেঙে দিয়েছে বাস মালিকদের। সরকারের ভর্তুকি দিয়ে আর যাই হোক বাস চালানো সম্ভব হবে না। বাস মালিক ইউনিয়নগুলি কার্যত এ বিষয়ে সহমত। ইউনিয়নের পক্ষ থেকে বুধবার সকালে নাগেরবাজারে দাঁড়িয়ে থাকা বাসগুলির গায়ে পোস্টার সাঁটিয়ে দেন। তাতে লেখা, দিদি আমাদের বাঁচান। মুখ্যমন্ত্রী, পরিবহনমন্ত্রীর কাছে ইতিমধ্যে চিঠি দিয়ে তাঁরা আবেদনও করেছেন। তাঁরা চাইছেন, লকডাউন উঠে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার আগেই ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিক সরকার। নইলে সাধারণ মানুষের সমস্যা বাড়বে।
আরও পড়ুন:নতুন মুখ্যসচিব আসতেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, ৫২ জন আইপিএসকে বদলি











































































































































