চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সপ্তাহে ২‌-৩ দিন ছুটি দিতে হবে, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

0
1

করোনা অতিমারির মধ্যে রোগীদের সুস্থ করে তোলার জন্য প্রাণপণে লড়াই চালাচ্ছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা। কোনও সময়সীমা থাকছেনা তাঁদের। দিন-রাত এক করে রোগী-সেবার কাজে যুক্ত তাঁরা। অনেক সময় রোগীদের সুস্থ করে তুলতে গিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন। এই কারণে কতক্ষণ কাজ করতে হবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের তার সময়সীমা বেঁধে দিল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এবার থেকে সপ্তাহে সাত দিনের মধ্যে ২‌-৩ দিন করে ছুটি পাবেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি দিনে ৮ ঘণ্টা এবং রাতে ৬-‌৭ ঘণ্টার বেশি কাজ করানো যাবে তাঁদের। কোভিড আবহে সুস্থ ভাবে কাজ করার জন্যই নির্দেশিকা। এই সময়ের মধ্যেই ডিউটি দিতে হবে তাঁদের। উল্লেখ্য, করোনাকালে কাজের চাপ অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের। সেকারণে ধাপে ধাপে প্রত্যেক ডিপার্টমেন্টে শূন্য পদগুলোতে নিয়োগ করা হয়েছে। তাই বাংলার সমস্ত সরকারি হাসপাতালে তাঁদের ডিউটির সময় বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সরকারি কর্মীরা করোনা টিকা না নিলে মিলবে না বেতন, যোগীরাজ্যে কড়া নির্দেশ

দেশজুড়ে গতবছর অতিমারির সময় থেকে দিন-রাত এক করে কঠোর পরিশ্রম করে চলেছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা। অক্লান্ত পরিশ্রম করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুধুমাত্র কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতে মৃত্যু হয়েছে সাড়ে ৫০০ চিকিৎসকের।

Advt