সুশীলের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ লোপাট করার  অভিযোগ আনল দিল্লি পুলিশ

0
2

আরও ৩ দিন সুশীল কুমারকে( Sushil kumar) পুলিশি হেফাজতে রাখার আবেদন জানাল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। বুধবার দিল্লি আদালতে এই আর্জি জানানো হয়েছে। সুশীলের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ লোপাট করার মারাত্মক অভিযোগ আনল পুলিশ।

সাগর রানা কান্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই গত ১০ দিন ধরে পুলিশি হেফাজতে রয়েছেন  সুশীল, অজয় কুমারসহ আরও সাত জন। গ্রেফতার করার পর গত ২৩ মে প্রথম বার সুশীল এবং অজয় কুমারকে  আদালতে তোলা হয়। সে বার জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিন পুলিশি হেফাজতে ছিলেন দুই অভিযুক্ত। এরপর গত ২৯ মে সুশীল ও অজয় কুমারকে  আরও চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল দিল্লি আদালত। কিন্তু দিল্লি পুলিশের দাবি সাগর রানা  কান্ডে সুশীল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করেছেন। তাছাড়া পুলিশকে তদন্তে যথাযথ সাহায্যও করছেন না সুশীল। তাই মামলা পোক্ত করার জন্য সুশীলের বিরুদ্ধে ২০১ ধারায় মামলা সাজিয়ে আদালতের কাছে আরও ৩ দিন সময় চাইল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।

আরও পড়ুন:করোনা যুদ্ধে এবার এগিয়ে এলেন যুবরাজ সিং, ১০০০ বেডের ব‍্যবস্থা করলেন তিনি

Advt