করোনাভাইরাসের প্রজাতিগুলির নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে যে দুটি প্রজাতি পাওয়া গিয়েছিল তাদের একটার নাম কাপ্পা অন্যটি হল ডেল্টা। যে প্রজাতিটি ভারতেই প্রথম দেখা যায় সেই বি ১.৬১৭.২-র নাম হয়েছে ‘ডেল্টা’। অন্যান্য দেশের সঙ্গে যে প্রজাতিটি তার আগেই ভারতে পাওয়া গিয়েছিল সেটি বি১.৬১৭.১ ‘কাপ্পা’। নামকরণের ক্ষেত্রে গ্রিক অক্ষর ব্যবহৃত হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার হু জানিয়েছে ভারতে পাওয়া বি.১.৬১৭.২ প্রজাতিই শুধুমাত্র উদ্বেগজনক।
হু জানিয়েছে, বি.১.৬১৭.২ প্রজাতিটিই ভারতে মারাত্মকভাবে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়েছে। সেটি তিনটি লিনিয়েজে ভাগ হওয়ার কারণে একে ট্রিপল মিউট্যান্ট ভাইরাস-ও বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানাচ্ছে, বি.১.৬১৭.২ থেকেই বেশি সংখ্যায় আক্রান্ত হওয়া এবং উপসর্গের ঝুঁকি জনসাধারণের। বাকি দুটির ক্ষেত্রে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম। ইউনাইটেড নেশন্স হেলথ এজেন্সি এই প্রজাতিটিকে উদ্বেগজনক প্রজাতি (ভেরিয়েন্ট অব কনসার্ন) বলেছে।
আরও পড়ুন-টাকার বিনিময়ে টিকা ১৮-৪৪ দের, কেন্দ্রের নীতিকে ‘অযৌক্তিক’ বলে ভর্ৎসনা শীর্ষ আদালতের
নভেল করোনাভাইরাসের এই প্রজাতি ভারত ছাড়াও বিশ্বের আরও কিছু দেশে মিলেছে। আর তা দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। হু জানিয়েছে, করোনাভাইরাসের এই প্রজাতির বিষয় আরও গবেষণা, সাবধানতা অবলম্বন করতে চায় তারা। করোনাভাইরাসের এই প্রজাতির নামকরণ নিয়ে আপত্তি করেছিল ভারত। ভাইরাসটিকে ‘করোনার ভারতীয় প্রজাতি’ বলে উল্লেখ করাই ছিল অসন্তোষের মূল কারণ। সম্প্রতি বি.১.৬১৭ প্রজাতিটিকে কোভিড–১৯ এর ডেল্টা প্রজাতি নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।










































































































































