ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইনভেস্টর কোম্পানি ঝামেলা নিল নতুন মোড়। শ্রী সিমেন্টের প্রদত্ত ফাইনাল এগ্রিমেন্টে সই করবে না লাল-হলুদ কর্তারা। জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে।

২) ইংল‍্যান্ড সফরে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে তাদের পরিবার। সোমবার গ্রিন সিগন‍্যাল ব্রিটিশ সরকারের।

৩) শাকিব আল হাসানএবং মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দ্বিতীয় পর্বের খেলার অনুমতি দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

৪) এশিয়ান বক্সিং চ‍্যাম্পিয়নশিপে সোনা জয় সঞ্জিত কুমারের। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৯১ কেজির ফাইনালে ভাসিলি লেভিটকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সঞ্জিত।

৫) ফরাসি ওপেনের(French Open 2021) প্রথম রাত্রিকালীন ম্যাচে স্ট্রেট সেটে জিতে ইতিহাস রচনা করলেন সেরেনা উইলিয়ামস। ম‍্যাচের ফলাফল ৭-৬(৬), ৬-২।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

Advt