সকলের কাছে ত্রাণ পৌঁছবে: পাথরপ্রতিমা পরিদর্শনের পরে আশ্বাস অভিষেকের

0
1

পাথরপ্রতিমার দেবীচকের ত্রাণ শিবিরে ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দুর্গত এলাকা পরিদর্শন করছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।  সেই সফরসূচি অনুযায়ী, সকালে মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে তাঁর হেলিকপ্টার নামে। তিনি যান দেবীচকের ত্রাণ শিবিরে। শিবিরে থাকা দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

সকলের কাছে ত্রাণ পৌঁছবে- পাথরপ্রতিমায় এলাকা পরিদর্শনের পর আশ্বাস দেন অভিষেক। সেই মতো ব্যবস্থা নিতে তিনি স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীদের নির্দেশ দেন। অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক। এরপর পাথরপ্রতিমায় (Pathar Pratima) বাঁধ পরিদর্শনে যান তৃণমূল সাংসদ।

 

ইয়াস থেমে যাওয়ার পরে সেই বিকেলেই ডায়মন্ড হারবারের (Diamond Harbour)বিপর্যস্ত এলাকায় গিয়েছিলেন তৃণমূল সাংসদ। বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘুরে দেখেন ত্রাণ শিবির। তারপরেও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। ত্রাণ শিবিরগুলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের সুবিধা-অসুবিধা, সমস্যার কথা জানতে চান। এদিনও তার ব্যতিক্রম হয়নি। নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক নেতাই স্থানীয় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। কিন্তু ভোটের পরে তাঁদের মধ্যে অনেককেই আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের আগে যে কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচনের পর তা অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। দক্ষিণ 24 পরগনার সমস্ত দুর্গত এলাকার মানুষ তাঁকে পাশে পেয়ে ভরসা পাচ্ছেন। অভিষেকের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা।

Advt