করোনা পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) সাংবাদিক বৈঠকে জানান, জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) এবং অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক (Secondary) পরীক্ষা হবে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, শিক্ষক দফতর দুটি বিষয় নিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলোচনা করে সূচি প্রকাশ করা হবে। সেই মতো চলতি বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হতে চলেছে। বুধবার দুপুর ২টো নাগাদ পরীক্ষার সূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার, এই দুটি বড় পরীক্ষার সূচি নিয়ে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেই বৈঠকেই স্থির হয় বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সব পরীক্ষাই হবে তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টা এবং শুধুমাত্র অত্যাবশ্যক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি পরীক্ষার মূল্যায়ন হবে স্কুলের দেওয়া নম্বরের ভিত্তিতে।
এই দুটি বড় পরীক্ষা হবে কি না তাই নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তখনই শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান পরীক্ষা হবে এবং প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবেন পরীক্ষার্থীরা। জুন মাসের প্রথমেই পরীক্ষার সূচি ঘোষণা করে পরীক্ষার্থীদের মানসিক অস্থিরতা কাটাতে চাইছে শিক্ষা দফতর।
আরও পড়ুন:উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই খড়দহে জনসংযোগ শোভনদেবের, মানুষের প্রবল উৎসাহ










































































































































