ফের দাম বাড়ল জ্বালানির, কলকাতায় পেট্রোল ১০০-র দোরগোড়ায়

0
2

রুটিন মেনেই ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।তরল সোনার দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। আজ কলকাতায় পেট্রোলের দাম ২৫ পয়সা বেড়ে লিটারপ্রতি ৯৪ টাকা ৫০ পয়সা হয়েছে। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৩ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৮ টাকা ২৩ পয়সা। গতকাল ২৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছিল লিটারপ্রতি ৯৪ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম লিটারে ২৬ পয়সা বেড়ে হয়েছিল ৮৮ টাকা।
গত শনিবার কলকাতায় ২৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয় লিটারপ্রতি ৯৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয় ৮৭ টাকা ৭৪ পয়সা। চলতি মে মাসেই এখনও পর্যন্ত ১৬ দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। ২১ এর বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করার একদিন পর অর্থ্যাৎ, ২৭ ফেব্রুয়ারি দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের। এরপর দুই মাসের বিরতির পর ভোটপর্ব মিটতেই রুটিন মেনেই লাগাতার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। অতিমারি আবহে নিত্যদিন পেট্রোলের দাম বাড়ায় শাকসব্জীর ও অনান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছে অর্থনীবিদরা।

Advt