রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি মন্তব্যের জের, অতিমারিতে ‘Black Day’ পালন চিকিৎসকদের

0
3

করোনা অতিমারি আবহে ১ জুন ‘Black Day’ পালনের ডাক দিলেন চিকিৎসকরা। রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কিত মন্তব্য নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকরা। টিকাকরণের বিরুদ্ধে মানুষের মধ্যে অশান্তি তৈরি এবং স্বাস্থ্যসেবা ও সেবামূলক কর্মীদের হয়রানির জন্য রামদেবকে মহামারি আইন, ১৮৯৭- এর অধীনে আটক করার দাবি জানিয়েছে নয়াদিল্লির এইমস-এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (RDA)।

RDA তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই অতিমারির সময়ে মাতৃভূমিকে বাঁচানোর জন্য কঠোর প্রচেষ্টা চলছে। সকলে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন৷ সেখানে তথ্য-প্রমাণ ছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে রামদেবের মন্তব্য নিন্দনীয়৷ সকলের কাজকেই ব্যর্থ হিসেবে তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন-Breaking: প্রবাসীদের কাজে লাগিয়ে বঙ্গবিরোধী চক্রান্ত: বিজেপির ভিডিও ফাঁস করলেন কুণাল

রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফের রামদেবের অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কিত মন্তব্যকে অসংবেদনশীল এবং অপমানজনক মনে করা হয়েছে। এই অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, এই মন্তব্য স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে হিংসা প্ররোচিত করতে পারে এবং ভবিষ্যতে জনস্বাস্থ্য ব্যবস্থার পুরোপুরি ব্যর্থতার কারণ হতে পারে।

প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে সম্প্রতি রামদেবকে বলতে শোনা যায়, “অ্যালোপ্যাথি হল দেউলিয়া হয়ে যাওয়া ও বোকা বোকা একটি চিকিৎসা পদ্ধতি। এই করোনা পরিস্থিতিতে দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধের কারণে। চিকিৎসা না পেয়ে অক্সিজেনের কারণে দেশে যত মানুষের মৃত্যু হয়েছে তার তুলনায় অ্যালোপ্যাথি চিকিৎসার কারণে মৃতের সংখ্যা অনেক বেশি।” রামদেবের এই মন্তব্য সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়। তাঁর বিরুদ্ধে কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের চিকিৎসক মহল। দেশবাসীর কাছে এই মন্তব্য ভুল বার্তা নিয়ে যাবে এমনটা দাবি করে অবিলম্বে রামদেবকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানায় আইএমএ।

Advt