রাজ্যে করোনা স্বস্তি। ৪২ দিন পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নামল দশ হাজারের নিচে। গত ২১ এপ্রিল থেকে রাজ্যে বাড়তে শুরু করেছিল করোনা আক্রান্তের সংখ্যা। এরপর যত দিন গেছে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ৪২ দিন পর স্বস্তি ফিরল বাংলায়। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দশ হাজারের কম মানুষ। কমল মৃত্যুর সংখ্যাও।
মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৩৭ জন। একদিনে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৩৫ কমেছে। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.২০ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭২২ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৩১।
সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনাতেও। কলকাতায় গত দু সপ্তাহ আগেও ৪ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়া সংক্রমণ কমে আজকের দিনে দাঁড়িয়েছে ১ হাজার ৩১। একদিনে শহরে মারা গিয়েছেন ৩২ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্ত ২ হাজারের কাছাকাছি। একদিনে ২ হাজার ২৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
আরও পড়ুন- করোনার বাড়বাড়ন্ত, অবশেষে বাতিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা







































































































































