করোনা টিকা(covid vaccine) নিতে গেলে বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্ত করতে হবে কোউইন অ্যাপে। সোমবার কেন্দ্রের এই নীতি নিয়ে প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। আদালতের তরফে কেন্দ্রকে রীতিমতো ভর্ৎসনা জানিয়ে দেওয়া হল, সারা দেশে কি হচ্ছে সেটা দেখা এবং সেই অনুযায়ী নীতি বদল করা উচিত কেন্দ্রের(Central)। যারা নিয়ম তৈরি করছেন তাদের মাটিতে কাম থাকা উচিত এর ফলে গ্রামের মানুষের সমস্যা হতে পারে।
সোমবার টিকাকরণ নিয়ে এক মামলার শুনানিতে কোউইন অ্যাপে বাধ্যতামূলক নথিভুক্তকরণের কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে সুপ্রিম কোর্ট। আদালতে তরফে জানানো হয় দেশের বেশিরভাগ মানুষ এখনও স্মার্টফোন ইন্টারনেটের সুবিধা সঙ্গে সহজাত নয় । আপনারা ডিজিটাল ইন্ডিয়া বলে চিৎকার করে কিন্তু আসল সত্যিটা বোঝার চেষ্টা করেন না। আদালতে এদিন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে রীতিমতো তোপ দেগে এমনটাই জানায় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও এবং এস রবীন্দ্র ভটের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন:নারদ-মামলা স্থানান্তরের সওয়াল শোনার এক্তিয়ার নিয়ে জোর বিতর্ক বৃহত্তর বেঞ্চে
সোমবার শুনানিতে আদালতের তরফে বলা হয়, কোউইন অ্যাপে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া যেতেই পারে। প্রযুক্তিগত বৈষম্যের প্রশ্নের নিরিখে আপনাদের জবাব কী হবে? কীভাবে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা রেজিস্ট্রেশন করবেন যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ফিরছেন? দেশের কোন প্রত্যন্ত গ্রামের গরিব শ্রমিক-কৃষক কীভাবে এই সুবিধা পাবেন? এদিন শীর্ষ আদালতে বিচারপতিদের একের পর এক প্রশ্নবাণে রীতিমতো বিদ্ধ হয় কেন্দ্রীয় সরকার। যদিও এদিন শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রত্যেকটি মানুষ করোনা টিকা পেয়ে যাবেন।














































































































































