করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রাশ টানতে রাজ্যে বিধি নিষেধ 30 শে মে থেকে বাড়িয়ে 15 জুন পর্যন্ত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানান ১৬ মে থেকে চলা বিধি-নিষেধের ফল মিলেছে রাজ্যে। কমেছে করোনা সংক্রমণ। তবে এই পরিস্থিতিতে কিছু জায়গায় ছাড় দিল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান,
• বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খুচরো দোকানগুলি খোলা রাখা রাখা যাবে।
• তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।
• নির্মাণ শিল্পের ক্ষেত্রে শ্রমিকদের টিকাকরণের ব্যবস্থা করে কোভিড (Covid) বিধি মেনে কাজ করা যাবে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ১৫ মে রাজ্যে বিধিনিষেধে কড়াকড়ি করা হয়। প্রথম দফায় ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত বিধিনিষেধ ঘোষণা করে নবান্ন। এরপর তা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়।
মুখ্যমন্ত্রী এ দিন জানান, এর ফল মিলছে রাজ্যে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে। রাজ্যে টিকাকরণের ওপর জোর দিয়েছেন মমতা। সুপার স্প্রেডার অর্থাৎ পরিবহন কর্মী, হকার, মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা-এঁদের দ্রুত টিকাকরণ করা হচ্ছে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, বিভিন্ন সংস্থা তাঁদের কর্মীদের জন্য টিকাকরণের ব্যবস্থা করতে পারে সে ক্ষেত্রে সহায়তা দেবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানান, ১৮ লক্ষ ভ্যাকসিন কেনা হয়েছে। আরও ২২ লক্ষ ভ্যাকসিন কেনা হচ্ছে। ১১৪ কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কিনছে রাজ্য সরকার।










































































































































