করোনার বাড়বাড়ন্ত, ফের পিছলো ICSE, CBSE দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি

0
2

দেশজুড়ে নভেল করোনাভাইরাসের বাড়বাড়ন্ত। ICSE এবং CBSE দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামল করেন আইনজীবী মমতা শর্মা। এই মামলার শুনানি আবার পিছিয়ে গেল। আগামী ৩ জুন পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। এর আগে গত ২৮ মে পিছিয়ে যায় শুনানি।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, CBSE এবং CISCE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আর ২ দিনের মধ্যে জানিয়ে দেবে সংশ্লিষ্ট দুই বোর্ড। ৩ জুন পর্যন্ত আদালতের কাছে সময় চেয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সুপ্রিম কোর্টে বলেন, বৃহস্পতিবারের আগে এই সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-প্রয়াত সৌরশক্তির জনক অশোক বড়ুয়া, শোকের ছায়া গবেষকমহলে

আইনজীবী মমতা শর্মার মামলায় তিনি বলছিলেন করোনা পরিস্থিতিতে আইসিএসই এবং CBSE দ্বাদশের পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। এরই সঙ্গে ICSE এবং CBSE দ্বাদশের পরীক্ষার্থীদের অভিভাবকরাও শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তাঁরা আবেদন জানান কোভিড পরিস্থিতির মধ্যে পরীক্ষা বাতিল করার কথা।

Advt