কেন রাতের পর রাত জেগে থাকতেন জাদেজা, জানালেন তিনি

0
2

এই মুহুর্তে দলের অন‍্যতম ভরসা হলেও, দু’বছর আগে চিত্রটা ছিল অন‍্য। এই মুহুর্তে সব ধরনের ক্রিকেটে জায়গা করে নিলেও,  দু’বছর আগে ভারতীয় দল থেকে একদিনের ক্রিকেট এবং টি-২০ থেকে  আচমকাই বাদ পড়েছিলেন রবীন্দ্র জাদেজা( Ravindra jadeja)। সেই সময় কুলচা জুটি অর্থাৎ কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চ‍্যাহেলকেই সুযোগ দেওয়া হত বেশি। আর এই কারণেই সেসময় দল থেকে বাদ পড়েন জাড্ডু। দল থেকে বাদ পড়ায়, রাতে ঘুম আসত না জাদেজার। একের পর এক রাত জেগে কাটিয়েছেন তিনি। রবিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন জাড্ডু।

এদিন এক সাক্ষাৎকারে জাড্ডু বলেন,” ওই দেড় বছরে কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি। ওই সময়ে ভোর ৪টে-৫টা পর্যন্ত জেগে থাকতাম। খালি ভেবে যেতাম, কী করব এবার, কী ভাবে দলে ফেরত আসব? কিছুতেই ঘুম আসত না। সারা রাত শুয়ে শুয়ে ভাবনাচিন্তা করে কাটিয়ে দিতাম। টেস্ট দলে থাকলেও সুযোগ পেতাম না। একদিনের ক্রিকেটের দলে ছিলাম না। টেস্ট দলের সঙ্গে ঘুরতে হত বলে ঘরোয়া ক্রিকেটেও খেলার সুযোগ পেতাম না।”

শেষমেশ দলে প্রত‍্যাবর্তন ঘটে ২০১৮ ইংল‍্যান্ড সফরে। সেই টুর্নামেন্টে জাদেজা ১৫৬ বলে ৮৬ রানের ইনিংস খেলেন। এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি ভারতীয় ক্রিকেটারকে। এই ম‍্যাচকেই নিজের ক‍্যামব‍্যাক ইনিংস মনে করেন জাড্ডু। তিনি বলেন,” ওই টেস্ট সবকিছু বদলে দিল। আমার খেলা, আত্মবিশ্বাস সব এক লহমায় বদলে গেল। ”

আরও পড়ুন:উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় চেলসির

 

Advt