আবহওয়ার জন্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে সরানো হল আইপিএলের (ipl) বাকি ম্যাচ। রবিবার এমনটাই জানাল বিসিসিআই সচিব জয় শাহ(jay shah)। আমিরশাহিতে ম্যাচ সরে যাওয়ার কারণ হিসাবে অনেকেই মনে করছিল করোনা( corona) কারণে আমিরশাহিকে বেছে নিয়েছে বিসিসিআই( bcci)। তবে এদিন জয় শাহ স্পষ্ট বুঝিয়ে দেন করোনা নয়, আবহওয়ার কারণেই আইপিএলের বাকি ম্যাচ হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

এদিন এক সংবাদ সংস্থাকে বোর্ডের সচিব জয় শাহ বলেন, “আমিরশাহিতে আইপিএল সরানোর পিছনে প্রধান কারণ বৃষ্টি। সেপ্টেম্বরে এখানে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব। মুম্বই বা আমদাবাদ বা অন্য কোনও স্টেডিয়ামে কী ভাবে ম্যাচ আয়োজন করা যায় বলুন? তখন সেখানে বৃষ্টির মরসুম চলবে। তাই ওই সময়ে এখানে আইপিএল করার কোনও মানে হয় না।”
করোনার কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। এরপরই জল্পনা শুরু হয় আইপিএলের বাকি ৩১ টি ম্যাচ কোথায় করা হবে। তবে শনিবারই ভারতীয় বোর্ড জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি অংশ করা হবে, এবং তা হতে চলেছে আরব আমিরশাহিতে।
আগামী ১৮-১৯ সেপ্টেম্বর আইপিএলের বাকি ম্যাচ শুরু হওয়ার কথা।












































































































































