বাজার ছেয়ে গিয়েছে ৫০০ টাকার জাল নোটে, সতর্কবার্তা আরবিআইয়ের

0
3

গত এক বছরে বাজার ছেয়ে গিয়েছে ৫০০ টাকার জাল নোটে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। ২০২০ থেকে ২০২১ সালের মে মাসের রিপোর্ট অনুসারে জাল নোটের হার বেড়েছে ৩১.৩ শতাংশ। আরবিআই-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী , অন্যান্য নোটের ক্ষেত্রে সেই তুলনায় জাল নোট ধরা পড়ছে না। গত দু’বছরের মধ্য ৫০০ টাকার জাল নোটের সংখ্যাই সর্বোচ্চ। ২০১৯ সালে মোট জাল নোটের মূল্য ছিল ২ লক্ষ ৯৭ হাজার টাকা। সেটাই এখন কমে দাঁড়িয়েছে ২.০৯ লক্ষ টাকা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোটবন্দির ঘোষণা করার পর বাতিল হয় ৫০০ এবং ১০০০ টাকার নোট। কালোবাজারি রুখতে এই সিদ্ধান্ত নেওয়ার পরেও জাল নোটের সংখ্যা বাড়ায় দুশ্চিন্তায় সকলেই। তবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে।

Pp

Advt