ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে বিসিসিআই, সূত্র

0
1

ঘরোয়া ক্রিকেট খেলা ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটারকে ক্ষতিপূরণ দিতে চলেছে বিসিসিআই(bcci)। এমনটাই জানাচ্ছেন বিসিসিআইয়ের এক কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা বলেন, সব মিলিয়ে প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে বিসিসিআই।

শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় আলোচনা না হলেও, শোনা যাচ্ছে বার্ষিক সাধারণ সভায় এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। একাধিক ঘরোয়া ক্রিকেটারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে শিলমোহর পড়তে চলেছে সেই বার্ষিক সাধারণ সভায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা বলেন, “সব মিলিয়ে প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে । পুরুষ ক্রিকেটারদের ৪.৫ লাখ ও মহিলা ক্রিকেটারদের  ২.৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রতি দলে ২০ জন করে সদস্য ধরে নিলে মোট ৫০ থেকে ৫৫ কোটি টাকা হচ্ছে।”

আরও পড়ুন:কী কারণে আমিরশাহিতে সরানো হল আইপিএলের ম‍্যাচ? জানালেন জয় শাহ

Advt