সল্টলেকের এইচবি ব্লকে চালু হল শ্রমজীবী ক্যান্টিন। ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)বিধাননগর এরিয়া কমিটির উদ্যোগে রবিবার সল্টলেকে এই শ্রমজীবী ক্যান্টিনটি উদ্বোধন করা হয়। এলাকার খেটে খাওয়া শ্রমিক ও দিনমজুরদের খাবার বিতরণের মাধ্যমে এই ক্যান্টিনটি উদ্বোধন করেন অভিনেতা দেবদূত ঘোষ। তিনি বলেন, করোনা আবহে যাঁরা ঠিকমতো সুষম আহার পান না, তাঁদের উদ্দেশ্যে এই ক্যান্টিন চালু করা হয়েছে। সেইসঙ্গে টিকাকরণ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার নিজেদের মধ্যে ঝগড়া না করে সার্বিকভাবে সাধারণ মানুষদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করুক।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অভিনেতা বলেন, করোনার প্রাথমিক পর্বে ৪০০টি শ্রমজীবী ক্যান্টিন চালু করা হয়েছিল। করোনার বিরুদ্ধে মানুষকে লড়তে হলে সুষম আহার খেতে হবে। তাই লকডাউনের মধ্যে আর্থিক অসঙ্গত পরিবারগুলির হাতে সুষম খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই শ্রমজীবী ক্যান্টিনের ব্যাবস্থা করা হয়েছে।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

























































































































