হাতে গোনা কটা দিন। তারপরই দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে চলেছে মৌসুমী বায়ু। মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৩ জুন কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যেই কেরল ও দেশের একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। মৌসম ভবন সুত্রে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বায়ু পয়লা জুন থেকে জোরদার হবে। ফলে কেরলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ফলে আগামী ৩ জুন কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে। অর্থ্যাৎ নির্দিষ্ট সময়েই রাজ্যেও বর্ষা ঢুকবে বলে পূর্বাভাস দিল মৌসম ভবন। রবিবার ইন্ডিয়ান মেটিওরোলোজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)-র তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে সমস্ত পরিস্থিতি মৌসুমী বায়ুর পক্ষে অনুকূল। সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই বাংলাতেও ঢুকবে মৌসুমী বায়ু বলে জানিয়েছে মৌসম ভবন।
ভারতে সাধারণত বর্ষা প্রবেশ করে ১ জুন। তার পরে তা বাংলায় পৌঁছয় ৮ জুন। চলতি মরসুমে বর্ষার আগমন স্বাভাবিক থাকায় বর্ষার স্থায়িত্বও স্বাভাবিক হবে বলেই পূর্বাভাস মৌসম ভবনের। মৌসুমী বায়ুর উপরেই নির্ভর করে দেশের কৃষিকাজ। যা পরোক্ষভাবে দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলে। তাই মৌসুমী বায়ুর প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলতি বছরে মৌসুমী বায়ুর অবস্থান যা, তাতে বৃষ্টিপাত স্বাভাবিক হবে বলেই পূর্বাভাস। ফলে তা কৃষিকাজের ক্ষেত্রে অনুকূল হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। জিডিপিতেও এর প্রতিফলন দেখা যাবে বলে মত অর্থনীতিবিদদের।