বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স( kkr) । দলের অন্যতম জোরে বোলার প্যাট ক্যামিন্স ( Pat Cummins) জানিয়ে দিলেন, সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বিতীয় পর্বে ম্যাচে খেলবেন না তিনি । অস্ট্রেলিয়ার এক দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। অজি দৈনিকের খবর অনুযায়ী ক্যামিন্স জানিয়েছেন যে, বাকি আইপিএলের (ipl) ম্যাচে আর খেলবেন না। ক্যামিন্সের না আসা বড় ধাক্কা কেকেআরের কাছে।

অস্ট্রেলিয়ার সেই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,” পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হতে পারে ডেভিড ওয়ার্নার এবং প্যাট ক্যামিন্সকে। এক বছর কোয়ারেন্টাইনে কাটানোর জন্য আরও কিছু ক্রিকেটারের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইপিএলে চুক্তি থাকলেও ক্যামিন্স জানিয়ে দিয়েছে যে ও এই মরশুমে আইপিএল খেলতে আর যাবে না।”
চলতি বছর করোনার কারণে মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয় আইপিএল। তবে শনিবার বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা করা হয় সেপ্টেম্বরের মাঝপথেই সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে আইপিএলের বাকি আসর।












































































































































