বাংলায় করোনা স্বস্তি। বাংলায় রেকর্ড হারে কমল করোনা সংক্রমণ। পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। কার্যত লকডাউন, নাইট কার্ফু-সহ বিভিন্ন বিধিনিষেধের জন্য ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে বাংলার করোনা সংক্রমণের গ্রাফ।
রবিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। গতকালও সংখ্যাটা ছিল ১১ হাজারের ঘরেই। হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৬৪২ জন। এই প্রথম রাজ্যে সুস্থতা ছাড়াল ১৮ হাজার। একধাক্কায় ৭ হাজার ৫০০ জন কমে আপাতত রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৮৯৮ জন। দীর্ঘ বেশ কিছুদিন পরে যে সংখ্যা নামল ১ লক্ষের নীচে। সুস্থতার হার ৯১.৯৩ শতংশ। পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। গতকালের সংখ্যাটা ছিল ১৪৮।
তবে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। গত একদিনে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮২ জন। মৃত্যু হয়েছে ৪৯ জনের। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৮৩০ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। হাওড়াতেও একদিনে করোনার বলি হয়েছেন ১৪ জন।
আরও পড়ুন- রোববারের বিকেলে স্ত্রীকে নিয়ে নবান্নে এসে জল্পনা উস্কে দিয়ে গেলেন আলাপন







































































































































