মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির বিরোধিতা করে দিল্লিকে আজ, শনিবারই চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই খবর নবান্ন সূত্রে।
এই বদলিকে কোনও অবস্থাতেই মানতে রাজি নয় রাজ্য৷ আলাপনের নেতৃত্বে রাজ্যে ‘কোভিড- ম্যানেজমেন্ট’-এর কাজ চলছে৷ সাফল্যও পাচ্ছে রাজ্য৷ এই অবস্থায় তাঁকে ছাড়া হলে বিঘ্নিত হবে করোনা-যুদ্ধ৷ পাশাপাশি ইয়াস-এর তাণ্ডবে বিধ্বস্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকা৷ পুণর্গঠনের কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব আলাপনকে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ফলে এই পরিস্থিতিতে মুখ্যসচিবকে ছাড়া সম্ভব নয় বলেই মনে করছে নবান্ন৷
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীই চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যৎচিবের মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেছিলেন। কেন্দ্র ৩ মাস মেয়াদ বৃদ্ধিও করেছে৷ তার পরই এভাবে বদলির চিঠি আসায় রাজ্যে করোনা এবং ইয়াস-পরবর্তী কার্যক্রম বাধাপ্রাপ্ত হবে৷ নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবকে এখনই ‘রিলিজ’ করবে না রাজ্য সরকার। আপত্তির কথা জানিয়ে আজ, শনিবারই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- অমিতের টুইটের পরেই আলাপনকে তলব: ‘ষড়যন্ত্র’ দেখছে রাজনৈতিক মহল
