‘মোদি-শাহ-এর মাথার ঠিক নেই’, আলাপন- ইস্যুতে সরব প্রাক্তন আমলা জহর সরকার

0
1

“মোদি-শাহ-এর মাথার ঠিক নেই৷ নাহলে অবসর নেওয়ার একদিন আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলি করে কীভাবে ?” রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ে সর্বস্তরে শুরু হয়েছে জোর তরজা। রাজনৈতিক জগতের লোকজনের পাশাপাশি প্রশাসনিক দুনিয়ায় একসময়ের উজ্জ্বল অফিসাররাও কেন্দ্রের এই কাজের বিরুদ্ধে খোলাখুলি মতপ্রকাশ করেছেন৷

কেন্দ্রীয় সরকারকে এই ইস্যুতে তোপ দেগেছেন প্রাক্তন IAS অফিসার জহর সরকার।একটি টুইট করে বিষয়টির কড়া নিন্দা করেছেন তিনি।
টুইট বার্তায় প্রাক্তন আমলা জহর সরকর লিখেছেন, “মোদি-শাহ কি পাগল হয়ে গিয়েছেন? মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের আর একদিন বাকি ছিল। কিন্তু তাঁরা তাঁকে দিল্লিতে বদলি করে দিল৷ মুখ্যমন্ত্রী মাত্র ৩ মাস অতিরিক্ত সময় চেয়েছিলেন, যাতে রাজ্যে ঘূর্ণিঝড়ের ত্রাণ ও পুনর্বাসন এবং করোনা মোকাবিলা করা সম্ভব হয়৷ বাংলায় সেই কাজ যাতে না হয়, সে জন্যই কেন্দ্রের এই সিদ্ধান্ত। বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ৪৮ শতাংশ ভোট পড়ার বদলা নেওয়া হচ্ছে।”

Pp

Advt