দেশের সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতির উন্নতি বাংলাতেও। উল্লেখযোগ্যভাবে, আরও কমল রাজ্যে দৈনিক সংক্রমণ। লাফিয়ে বেড়েছে সুস্থতার হারও।
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৯৩ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৪৫। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪০৮ কমেছে। গতকাল সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৪৮ কমেছিল। আজ আক্রান্তের ৭ হাজারের বেশি কমার ফলে রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ২ হাজার ৩৯৮। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯১.৩২ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৫১৮ টি নমুনা পরীক্ষা হয়েছে।
সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪১ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা গত একদিনে ১ হাজার ৭৩৫ জন। কিন্তু একদিনে লাফিয়ে বেড়েছে মৃতের হার। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪ জনের।
আরও পড়ুন- কোভিডে বাবা-মা হারা শিশুদের শিক্ষা-স্বাস্থ্যের সব খরচ দেবে কেন্দ্র, ঘোষণা প্রধানমন্ত্রীর







































































































































