জল বাড়ছে তোর্সায়, কোচবিহারে সাঁকো ভেসে বন্ধ হয়ে গেল যোগাযোগ ব্যবস্থা

0
1

শনিবার সকালে হঠাৎই জলস্ফীতি দেখা দেয় তোর্সায়৷ দ্রুত জল বাড়তে শুরু করে কোচবিহারের (coachbihar) তোর্সা নদীতে (Torsha river)৷ নদীর স্রোতে ভেসে গেছে বাশেঁর সাকোঁ৷ বন্ধ হয়ে গেছে কোচবিহার শহরের রাণীবাগান এলাকা হয়ে হরিনচওড়া এলাকায় যাতায়াত। অন্য দিনের তুলনায় এদিনের জলস্তর অনেক বেশি৷ নদী পাড়ের বাসিন্দারা জানান দুপুরের পর থেকে জল বাড়তে শুরু করেছে নদীতে। জলস্তর অনেকটাই বেড়েছে। ভেসে গেছে বাশঁ এর সাকোঁ।

এদিকে মেখলিগঞ্জের তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন। কথা বলেন প্রশাসনিক কর্তাদের সাথে। ইতিমধ্যেই বিভিন্ন দফতরে যোগাযোগ করেন এবং ভাঙন কিভাবে রোধ করা যায় এনিয়ে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেন। ভারী বৃষ্টির কারণে তিস্তার জল স্তর বেড়ে যায় ।এরপরেই ভাঙ্গনের মুখে পরে মেখলিগঞ্জ। মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী জানিয়েছেন সেচ দফতরের সাথে কথা বলেছেন তিনি।

Pp