বিষমদ খেয়ে মৃত্যু হল ২২ জনের। আশঙ্কাজনক অবস্থায় ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় সংলগ্ন তিনটি গ্রামে। অসুস্থদের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং মালখান সিংহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ সুত্রের খবর, বৃহস্পতিবার আলিগড় জেলার তিনটি গ্রামে বেশ কিছু মানুষ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবারই ১৫ জনের মৃত্যু হয়। শুক্রবার মারা যান আরও ৭ জন। সঙ্কটজনক অবস্থায় বাকিদের ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
আলিগড় পুলিশের আধিকারিক জানিয়েছেন, বিষ মদ পান করে অসুস্থ হওয়ার ঘটনা আশেপাশের আরও কিছু গ্রামে ঘটেছে। ইতিমধ্যেই এই কাণ্ডের মূল পাণ্ডা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ঘটনায় জড়িত আরও দুই পাণ্ডা এখনও পলাতক। তাদের খোঁজ চলছে। ওই দুই অভিযুক্তকে ধরে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছে পুলিশ।
গোটা ঘটনাটি তদন্তের জন্য আশেপাশের গ্রামগুলোতে পাঁচটি মদের দোকান ইতিমধ্যেই সিল করেছে পুলিশ। মদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলার ৫০০ টি লাইসেন্সপ্রাপ্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

































































































































