মোদির সঙ্গে মমতার সাক্ষাৎ নিয়ে খানিকটা নাটক হল আজ। নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতির খতিয়ান প্রধানমন্ত্রীকে জমা দেওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা সকালেই জানিয়ে দিয়েছিলেন রিভিউ মিটিংয়ে তিনি থাকবে না। কলাইকুণ্ডায় গিয়ে ইয়াসের তাণ্ডবে বাংলায় ক্ষয়ক্ষতির পরিমাণের রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেবেন। সূত্রের খবর প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দিয়ে মমতা বলেন, ‘এটা আমাদের ক্ষতির খতিয়ান, দেখে নেবেন।’ এই কথা বলেই বেরিয়ে যান মমতা।
উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ ২৪ পরগণার সাগর এলাকা পরিদর্শন এবং প্রশাসনিক বৈঠক সেরে কলাইকুণ্ডাইয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মেসেজ করে জানান, ‘দিঘায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাতের জন্য সময় দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চলে আসবেন মুখ্যমন্ত্রী।’ মুখ্যসচিবের প্রস্তাবে সম্মতি দেন দফতরের আধিকারিকরা।
আরও পড়ুন-‘এই সংঘাত রাজ্যের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর’, মোদি সাক্ষাতের পর মমতাকে তোপ ধনকড়ের
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলাইকুণ্ডাইয়ে পৌঁছনোর পর অপেক্ষা করতে বলা হয় মমতা। কারণ হিসেবে মুখ্যমন্ত্রীকে জানানো হয়, প্রধানমন্ত্রী একটি বৈঠকে রয়েছেন, শেষ না করে আসতে পারবেন না। নবান্ন সূত্রে খবর, এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘১ মিনিটের জন্য দরকার!’ এরপর মুখ্যসচিবকে নিয়ে প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। মোদিকে বলেন, ‘এটা আমাদের ক্ষতির খতিয়ান, দেখে নেবেন।’ রিপোর্ট দিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেইসময় মোদির সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, শুভেন্দু অধিকারী এবং দেবশ্রী চৌধুরী।
