চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ভারতীয়রা পাবেন করোনা ভ্যাকসিন। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী কড়া ভাষায় আক্রমণ করেন মোদি সরকারকে। বলেন, ১৩০ কোটি ভারতীয়র মধ্যে করোনা ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৩ শতাংশ। এরই জবাব দিয়ে জাভড়েকর বলেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলি ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে টিকাকরণ সঠিকভাবে করছে না।
প্রকাশ জাভড়েকর এদিন জানান, “ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে ২১৬ কোটি ভ্যাকসিনের ডোজ। ফলে, ১০৮ কোটি মানুষ ভ্যাকসিন নিতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “প্রথমে তো কংগ্রেসের ভ্যাকসিনের ওপর বিশ্বাসই ছিল না। বিরোধীরা আবার বিজেপি ভ্যাকসিনও বলেছেন। আপনারাই করোনা ভ্যাকসিন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন।’
আরও পড়ুন-‘করোনাকালে ক্ষতিপূরণের টাকা চাই না’, ইয়াস পরবর্তী রিভিউ বৈঠকে মোদিকে বললেন নবীন
শুক্রবার ভ্যাকসিন নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাংসদ রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী একজন ইভেন্ট ম্যানেজার। উনি একটা সময় একটা ইভেন্ট নিয়ে ভাবনা-চিন্তা করেন।’
