মোদির সঙ্গে একান্ত সাক্ষাতে ১৫ হাজার কোটি ক্ষতির তালিকা ধরালেন মুখ্যমন্ত্রী

0
3

কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করে ইয়াস পরবর্তী রাজ্যের ক্ষয়ক্ষতির রিপোর্ট বিস্তারিতভাবে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের জেরে প্রাথমিকভাবে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি, এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর পেশ করা রিপোর্টে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে শুভেন্দুর উপস্থিতি শুরু থেকেই জল্পনা বাড়িয়েছিল, হয়তো এই বৈঠকে উপস্থিত থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণ ২৪ পরগনা থেকে মমতা জানিয়ে দেন বেশ কিছু সমস্যার কারণে রিভিউ মিটিংয়ে তিনি থাকতে পারছেন না। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন তিনি। সেইমতো রিভিউ মিটিংয়ের আগে ১৫ মিনিটের জন্য সময় দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। এরপর দক্ষিণ ২৪ পরগনা থেকে হেলিকপ্টারে সরাসরি কলাইকুন্ডায় পৌঁছন মমতা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তুলে দেন তিনি। এই রিপোর্টে দাবি করা হয়েছে প্রাথমিকভাবে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি টাকা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে অল্প কিছু সময় কথা বলার পর ফের দীঘার উদ্দেশ্যে উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইয়াসের জেরে ক্ষয়ক্ষতির সামাল দিতে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি ঘুরে দেখবেন গোটা এলাকা। অন্যদিকে মমতা সাক্ষাতের পর রাজ্যের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল, জগদীপ ধনকড়কে সঙ্গে নিয়ে রিভিউ মিটিংয়ে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Pp

Advt