খাবার-ত্রিপল নিয়ে কোনো বঞ্চনার কথা শুনতে চাননা, সাফ জানালেন মমতা

0
2

ইয়াস-তাণ্ডবের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শুক্রবার দুর্গত এলাকায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাফ জানিয়ে দেন, খাবার, ত্রিপল নিয়ে কোনো বঞ্চনার কথা তিনি শুনতে চাননা। গতবছর আমফান ঘূর্ণিঝড়ের পর খাবার-ত্রিপল বঞ্চনার অভিযোগ উঠেছিল। শাসক দলের দিকে আঙুল তুলেছিলেন বিরোধীরা। এবার আর তিনি এই বঞ্চনের কথা শুনতে চান না বলে সাফ জানালেন মমতা।

এদিন হেলিকপ্টারে পৌনে বারোটায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। পরিদর্শন করেন এলাকা। সেখানে জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং করেন তিনি।

আরও পড়ুন-নারদ-মামলার বিচার-পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি বিচারপতির

এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে মমতা ইয়াস-তাণ্ডবে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তলব করেন। তিনি আধিকারিকদের ত্রাণ নিয়ে খতিয়ান দেওয়ার নির্দেশ দেন। ইয়াস তাণ্ডবে ভেঙে গিয়েছে রাস্তা-ঘাট। মমতা হিঙ্গলগঞ্জবাসীদের আশ্বাস দেন, পথশ্রী প্রকল্পে রাস্তা সারাই হবে।

এরপর মুখ্যমন্ত্রী যাবেন দক্ষিণ ২৪ পরগনার সাগরে। শুক্রবার পূর্ব মেদিনীপুরের দিঘাতেও তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। শনিবার তিনি দিঘার কয়েকটি দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

Advt