নারদ-মামলার বিচার-পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি বিচারপতির

0
3

নারদ-মামলায় গুরুত্বপূর্ণ মোড়৷ হাইকোর্টে এমন ঘটনা নজিরবিহীন ৷

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল-সহ নারদ মামলার শুনানির জন্য গঠিত বৃহত্তর বেঞ্চের পাঁচ বিচারপতিকেই চিঠি দিলেন হাইকোর্টেরই বিচারপতি অরিন্দম সিংহ৷
ওই চিঠিতে বিচারপতি সিংহ লিখেছেন, নারদ মামলা স্থানান্তর নিয়ে CBI যে আবেদন জানিয়েছে, সেই আবেদন ‘রিট-মামলা’ হিসাবে শুনানি হতে পারেনা ৷” হাইকোর্ট যেভাবে ওই আর্জি একটি ‘রিট-মামলা’ হিসাবে শুনছে, তাতে আপত্তি জানিয়েছেন বিচারপতি সিংহ৷

আরও পড়ুন-কলাইকুণ্ডায় রাজ্যপাল-শুভেন্দুকে ডেকে প্রধানমন্ত্রীর বন্যা-রাজনীতি

প্রসঙ্গত, CBI নারদ মামলা স্থানান্তর নিয়ে ৪০৭ ধারায় যে আবেদন জানিয়েছে, সেই আবেদন ‘রিট-মামলা’ হিসাবে গ্রহণ করেছে আদালত৷ সেই মামলার শুনানির চলছে৷ এই বিষয়েই আইনি-আপত্তি জানিয়েছেন বিচারপতি সিংহ৷ তিনি বলেছেন, CBI-এর এই আবেদন ‘রিট মামলা’ হিসাবে গ্রহণ করা যায়না৷ চিঠিতে তিনি লিখেছেন, ” এই সিদ্ধান্তের ফলে কলকাতা হাইকোর্টের ভাবমূর্তি নষ্ট হতে পারে৷ প্রয়োজনে হাইকোর্টের ‘ফুল বেঞ্চ’-এ এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে৷

Advt