এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি নিউ বারাকপুরের কারখানায় আগুন। ২৯ ঘণ্টা পরও কারখানায় আগুন ধিকধিক জ্বলছে বলে সূত্রের খবর। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কারখানার নিখোঁজ চার শ্রমিকের এখনও সন্ধান মেলেনি বলে অভিযোগ।
বুধবার রাত তিনটে নাগাদ কারখানা এবং সংলগ্ন ওষুধের গুদামে আগুন লাগে। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়া বেরোচ্ছে। গেঞ্জি ও ওষুধের কারখানায় প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত করা ছিল বলে খবর দমকল সূত্রে।
আরও পড়ুন- প্রকৃতির তাণ্ডবকে স্মরণীয় করতে ওড়িশার নবজাতকদের নাম “যশ”, “ইয়াস”, “জেসমিন” রাখার ধুম










































































































































