মালদহে একদিনে ৩০৯ মিলিমিটার বৃষ্টি। ভাসছে ইংরেজ বাজারসহ এলাকা। জল থইথই মালদহ (Maldah) মেডিক্যাল কলেজ। নিকাশি বেহাল হওয়ায় হাসপাতাল ভবনে একাধিক ওয়ার্ডে জল ঢুকে পড়েছে। বৃষ্টির ১২ ঘণ্টা পরেও শুক্রবার মেডিসিন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, এমারজেন্সিসহ সব জায়গায় জল জমে রয়েছে। যদিও মেডিক্যাল কলেজের পক্ষ থেকে পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু গোটা শহর জলমগ্ন হয়ে থাকায় জল সেরকম বেরোচ্ছে না। ইতিমধ্যেই মালদহ মেডিক্যাল কলেজের পক্ষ থেকে মেডিসিন (Medicin) ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল ভবনের দোতলায়। সেখানে রোগীদের অস্থায়ীভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার দুপুরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডা: পার্থপ্রতিম মুখোপাধ্যায় (Parthaprstim Mukharjee) সমস্ত বিভাগ পরিদর্শন করেন। চিকিৎসা পরিষেবা যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়েও নজরদারি চালান।এর পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের কারণে ভাসছে ইংরেজবাজার সহ সংলগ্ন এলাকা। ভরা কোটালের জেরে নদীর জলও বৃদ্ধি পেয়েছে। ফলে জল নিকাশিতে সমস্যা হচ্ছে।
