ইয়াস-তাণ্ডবের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শুক্রবার দুর্গত এলাকায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিঘার প্রশাসনিক বৈঠকে মমতা দিঘা ডেভলপমেন্ট অথরিটির দায়িত্ব দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে।
মমতা এদিন বলেন, সেচ দফতরের কাজ ঠিকমত হয়নি। তিনি আরও বলেন, বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। পঞ্চায়েত ও ব্লকগুলিতে দুয়ারে ত্রাণ দেওয়া হবে। ১ জুলাই থেকে ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হবে টাকা।
আরও পড়ুন-কাকে কত ক্ষতিপূরণ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
এদিন তিনি উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ ২৪ পরগণার সাগরে প্রশাসনিক বৈঠক শেষ করে কলাকুণ্ডাইয়ে প্রধানমন্ত্রীর হাতে বাংলার ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা দিয়ে দিঘায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে ইয়াসের জেরে তছনছ হয়ে গিয়েছে দিঘা এ কথাও বৈঠকে বলেন মমতা। শুক্রবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে মমতা ইয়াস-তাণ্ডবে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তলব করেন। তিনি বলেন, প্রশাসন খুব ভালো কাজ করছে।
