আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadev Bhattacharya)। সঠিকভাবে খাওয়া-দাওয়া করার পাশাপাশি স্বাভাবিক কথাবার্তা বলছেন তিনি। শুক্রবার মেডিক্যাল বুলেটিনে(medical bulletin) এমনটাই জানানো হলো ডাক্তারদের(Doctors) তরফে। যদিও চিকিৎসকদের সম্পূর্ণ পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক। দিনে ৪ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। পাশাপাশি বাইপ্যাপের মাত্রা আছে ৯২ শতাংশে। চিকিৎসকরা আরও জানিয়েছেন করোনার জীবনদায়ী ওষুধ রেমডেসিভির কোর্সের আজ পঞ্চম ও শেষ দিন। তবে কিছুটা সুস্থ হলেও করা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আগামীকাল আরও বেশ কিছু পরীক্ষা করানো হবে বুদ্ধবাবুর। এরপর তাঁর চিকিৎসা নিয়ে হবে পুনর্মূল্যায়ন। তবে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর ফের বাড়ি ফিরে যাওয়ার জন্য বারবার চিকিৎসকদের কাছে আবেদন করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে হঠাৎ তাঁর অক্সিজেনের মাত্রা ব্যাপক ভাবে নেমে যাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে উডল্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে আগের তুলনায় তার শারীরিক অবস্থা যথেষ্ট উন্নত বলেই জানালেন।














































































































































