ইয়াস কভারেজ ও বাংলা মিডিয়া, কুণাল ঘোষের কলম

0
1
কুণাল ঘোষ

‘ইয়াস’ কভারেজ। বাংলা টিভির দুএকটি অতিনাটকীয় হাস্যকর কাজ নিয়ে আলোচনা হচ্ছে।

আমার মতে, মূলত সব টিভি, কাগজ এবং পোর্টালের ছেলেমেয়েরাই ভালো কাজ করছে। সময়ের তাগিদে, প্রযুক্তির দৌলতে কভারেজ আরও আগ্রাসী, ব্যাপ্ত হচ্ছে।
দুএকজন অকারণে বাকিদের টেক্কা দিতে অপ্রয়োজনীয় অতিনাটক করেছে। তাদের জন্য বাকিদের সাহস, দক্ষতা, সদিচ্ছাকে প্রশ্নের মুখে ফেলা ঠিক নয়। কোনো কর্তৃপক্ষ চান না কেউ প্রাণের ঝুঁকি নিক। সেটা রিপোর্টার করে কাজের নেশায়। কিন্তু তার সীমা লঙ্ঘন করে নিজেরা নাটক করতে গেলে সবার গোটা কভারেজ হাস্যাস্পদ হয়ে যায়।
আমার মতে, এই ‘ইয়াশ’ কভারেজে অনেক চ্যানেল ও পোর্টাল ভালো কাজ করল। এবিপি আনন্দ এবং টিভি9 যথেষ্ট পূর্ণাঙ্গ কভারেজ দিয়েছে। খুব একটা পিছিয়ে নেই 24ঘন্টা ( ব্যাং বাদে) এবং নিউজ 18( সাঁতার বাদে)। রিপাবলিক বাংলাও ভালো কাজ করেছে।
সাংবাদিক হিসেবে আমার সেরা লেগেছে টিভি9 ভারতের রবিশঙ্কর দত্তকে। সব উত্তেজনাটাই দেখালো, কিন্তু যাত্রাপালা না করে। দায়িত্বশীল সাংবাদিকের যথাযথ ভূমিকায়।
এবিপি আনন্দের পার্থ বা অরিত্রিকসহ আরও কয়েকটি ছেলেমেয়েও ভালো কাজ করল। নিউজ 18র আবীর সুদক্ষ। চিত্রসাংবাদিকরাও দারুণ কাজ করছে। একঝাঁক নতুন ছেলের কাজও ভালো লাগছে। এরা আরও এগোবে। আমি হয়ত আলাদা করে সকলের নাম করতে পারলাম না, যেমন জ্যোতি।
আর বলব এবিপির উজ্জ্বল মুখোপাধ্যায়ের কথা। যথেষ্ট সিনিয়র হয়েও ওর থেকে দশ-পনেরো বছর কম বয়সীদের বুঝিয়ে দিচ্ছে কভারেজ কাকে বলে।( তাই বলে আমি ওকে বৃদ্ধ বলে ওর ‘মার্কেট’ নষ্ট করতে চাইছি না কিন্তু)। প্রাণশক্তি আর ইচ্ছেশক্তি কাকে বলে দেখালো ও। ওড়িশার ধামরা, বালেশ্বর, ঝাড়গ্রাম হয়ে অদম্য উৎসাহে দীঘায়। দেখার মত।
আমার কথা হল, দুএকটি অতি পাকার অতি নাটকীয় আচরণের জন্য এদের সামগ্রিক সাহস, পেশাদারিত্বকে যেন ছোট করে দেখা না হয়।
চ্যানেলগুলির ডেস্ক, পিসিআর আর নেপথ্যের অন্যান্য ভূমিকায় যারা অক্লান্ত পরিশ্রম করল, সেটিও প্রশংসণীয়।
এখন বিশ্ব বাংলা সংবাদের সোমনাথ, চন্দন এবং চিত্রসাংবাদিক দেবস্মিত, কৌস্তুভ যা পারফরম করল, তাতে বোঝা যায় পোর্টাল বা ফেস বুক পেজ কেন সম্পূর্ণ মাধ্যম হয়ে উঠছে।
এবার কেউ বলতে পারেন আমি কে?
আমি কুণাল ঘোষ, যে 1996 সালে বাংলা টিভির জগতে প্রথম প্রাইভেট নিউজ করেছিলাম দূরদর্শনে।
আমি কুণাল ঘোষ, যে কাজ করেছে, অনুষ্ঠান করেছে, হোস্ট বা গেস্ট হয়েছে যেসব চ্যানেলে, তার তালিকা:
এটিএন বাংলা, এটিএন ওয়ার্ল্ড, সিসিসিএন, গ্র্যাবস, সিটিভিএন, চ্যানেল ভিশন, সৃষ্টি টিভি, ই টিভি বাংলা, কলকাতা টিভি, চ্যানেল টেন, এবিপি আনন্দ, 24 ঘন্টা, নিউজ18, সাধনা নিউজ, আর প্লাস, সি এন এবং আরও একাধিক চ্যানেল। কাগজ আর পোর্টাল আলাদা।
ফলে, বিষয়টি আমি বোধহয় কিছুটা বুঝি।
উপসংহার: মিডিয়াতে ইয়াশ কভারেজ ভালো। যথাযথ। দুতিনজনের যাত্রাপালা আর ন্যাকামি নিয়ে খিল্লি করতে গিয়ে বাকি সব সাংবাদিক ও চিত্রসাংবাদিকের কাজ যেন ছোট করে দেখা না হয়।

Advt